These are events that have been taken part in and hosted by HSC thus far:
Free Flu Vaccination Co-hosted by US Awami League and Sponsored by Walgreens(Queens, 2017)
Free Flu Vaccination two different place two day's event Jointly Hosted byUS Awami League & Human Support Corp. which was Sponsored by Duane Reade by Walgreens (2017).
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও হিউম্যান সাপোর্টের উদ্যোগে বিনামূল্যে টিকাদান কর্মসূচী
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মানুষ মানুষের জন্য এই শ্লোগানে উদ্বুদ্ধ হয়ে পাতা ঝরার দেশ উত্তর আমেরিকায় শীত মওসুম শুরুর প্রাক্কালে সিজনাল ফ্লু বা নানা প্রকার ভাইরাস আক্রান্ত থেকে মুক্তির লক্ষ্যে রোগ প্রতিরোধমূলক টিকা বা ভ্যাকসিন (ফ্লু-শর্ট) যুক্তরাষ্ট্রের বিভিন্ন চিকিৎসা কেন্দ্র, ক্লিনিক কিংবা ফার্মাসীগুলোতে দেওয়া হয়। যাদের হেল্থ ইন্সুরেন্স আছে তারা অনায়াসেই বিনামূল্যে ফ্লু-শর্ট নেওয়ার যোগ্য। হিউম্যান সাপোর্ট নামক একটি মানবাধিকার সংস্থা গত তিন বছরের ন্যায় এবারও দু’টি স্থানে এই ফ্লু-শর্ট দেওয়ার কর্মসূচী গ্রহণ করেছে। ফ্লু-শর্টের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনুধাবন করে কমিউনিটিতে এর ব্যাপক সাড়া বা সচেতনতার লক্ষ্যে প্রবাসের সর্ববৃহৎ শক্তিশালী রাজনৈতিক সংগঠন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগও এই সেবামূলক কর্মকা-ে এগিয়ে আসেন। হিউম্যান
সভাপতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রবাসী কল্যাণ সম্পাদক মোঃ সোলায়মান আলীর পরিচালনায় টিকাদান কর্মসূচীর উদ্বোধন হলেও কমিউনিটির অনেক খ্যাতনামা নেতৃবৃন্দ, ইলেকট্রোনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এই মহতী কর্মে স্বত:স্ফূর্ত অংশগ্রহণ এবং ভূয়সী প্রশংসা করেন। আবাল-বৃদ্ধ-বণিতা সকলেরই এই টিকা তথা ফ্লু-শর্ট নেওয়া উচিত বলে চিকিৎসকদের অভিমত। দ্বিতীয় পর্বের ফ্লু-শর্ট ব্রংসের বাংলাবাজার নামক স্ট্যারলিং এভিনিউস্থ মামুন টিউটোরিয়ালে একই সময়ে ২৯ শে অক্টোবর অনুষ্ঠিত হবে। গতবারের ন্যায় এবারও ওয়ালগ্রীন তথা ডুয়েনরিড ফার্মাসীর প্রশিক্ষিত ও দক্ষ টেকনিশিয়ান দ্বারা টিকাদান সম্পন্ন হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের প্রেসিডেন্ট রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল বারী, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আশরাফুজ্জামান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহাবুবু রহমান টুকু, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মমতাজ শাহানাজ, স্কলাসটিকা টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল রেজা রশিদ, গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ও জ্যাকসন হাইটস্ বিজনেজ এসোসিয়েমনের সহ-সভাপতি মোল্লা এম এ মাসুদ, ফরিদপুর জেলা কল্যাণ সমিতির সহ-সভাপতি বুলবুল ইসলাম, হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের কার্য্যকরী কমিটির সদস্য রিন্টু মোল্লা, জুনান নাসিদ সানি, বিলকিস আক্তার ও এনামুল এহসান তোহা প্রমুখ। বক্তারা মানুষ মানুষের জন্য কথাটির মর্ম উপলব্ধি করে দলমত নির্বিশেষে দেশ ও দশের উন্নয়নে মানবসেবার গুরুত্ব আরোপ করে সকলকে এই ধরনের সেবামূলক কাজে অংশগ্রহণের সনির্বন্ধ অনুরোধ জানান।
হিউম্যান সাপোর্ট করপোরেশনের সভাপতি মোঃ সোলায়মান আলীকে টিকাদানের মাধ্যমে কর্মসূচীর শুভ উদ্ভোধন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি
By: http://usanewsonline.com/2017/10/%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97-29/
Opportunity Seminar for new Immigrants(2016)
Free Flu Vaccination Sponsored by Duane Reade(2016)
Free Flu Vaccination was given those don't have health Insurance coverage before the winter season start. Flu Shot was given by Walgreen's by Duane Reade.
Protest Against the killing of Rohinga Muslims in Burma in front of UN
সার্পোর্টের সাথে একাত্বতা প্রকাশ করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান। তাই যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বৃহত্তম ব্যানারে হিউম্যান সার্পোটের সার্বিক তত্ত্বাবধানে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের প্রান কেন্দ্র ৩৭-২২ ৭৩ স্ট্রীট স্কলাসটিকা টিউটোরিয়ালে ১৫ই অক্টোবর রবিবার সন্ধ্যা ৬টা হতে ৯:০০ টা পর্যন্ত ১ম পর্বের টিকাদান সম্পন্ন হয়। নারী-পুরুষ ও দলমত নির্বিশেষে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে টিকা গ্রহণ করেন। ডুয়েনরিড ফার্মাসী ম্যানেজার মিসেস কার্তিজা সাহা ও টেকনিশিয়ান হাসিনা আক্তার ওয়ালগ্রীন তথা ডুয়েনরিড এর পক্ষে টিকাদান কার্য্য সম্পাদন করেন। বিশিষ্ট ফার্মাসিষ্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে ও হিউম্যান সাপোর্ট কর্পোরেশনের
Eid Mela, 2015
We created an event for Bangladeshi people where we celebrated Eid in Jackson Heights and we invited a number of performers to entertain our audience.
Candle Light Vigil, 2011
There was a man who was murdered in 2011 named Bimal Chandra. Human support corporation had organized a protest and a candlelight vigil in front of Monroe College Campus for this man in response to the brutal killing. News was then covered by News 12 TV channel.
HSC President with Hon. New York State Governor for the demand of increasing Minimum salary to $15 an Hour.
Meeting with Hon.PM of Bangladesh for the interest of us immigrants for our growing community
HSC President other's who was accompany with our hon. PM Sheikh Hasina when caretaker govt. made a conspiracy her arrival in Bangladesh on May 7th, 2007 .
আজ ১২ই এপ্রিল ২০১৭ সন্ধ্যা ৬টায় ম্যানহাটানের কলম্বিয়া ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ইমিগ্র্যান্ট দের প্রতিনীধি হিসাবে প্রথম বারের মতো নিউ ইয়র্ক ১৩ ডিস্ট্রিক্ট থেকে নির্বাচিত কংগ্রেসম্যান আদ্রিয়ানো এসপাইল্লাত ১০০তম কার্য দিবস উৎযাপন অনুষ্ঠানে ব্যান্ডস-এর নব নির্বাচিত সভাপতি মোঃ সোলায়মান আলীর নেতৃত্বে অন্যদের মধ্যে ব্যান্ডস-এর নবনির্বাচিত ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবদুস শহীদ ,সংগঠনের সহ সভাপতি রফিকুল ইসলাম ,সহ সভাপতি মামুন’স টিউটোরিয়ালের কর্ণধার শেখ আল মামুন এবং সহ সভাপতি কফিল আহমদ চৌধুরী প্রমুখ যোগদান করেন । নতুন প্রজন্ম ও মূলধারায় বাংলাদেশকে তুলে ধরার সংকল্পের অংশ হিসেবে শপথ গ্রহনের পর মূলধারার বিচক্ষণ কংগ্রেসম্যানের প্রোগ্রামে এই সরাসরি অংশ গ্রহণ আগামীতে বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করবে মনে করেন ব্যান্ডস এর নবনির্বাচিত নেতৃবৃন্দ । সময় ও সুযোগ থাকলে এভাবে অংশ গ্রহণের মধ্যে দিয়ে আগামীতে মূলধারায় আমাদের প্রতিনিধিত্ত্ব বাড়ানো সম্ভব । ব্যান্ডস ক্রমবর্ধমান কমুনিটির সাথে মূলধারার সেতু বন্ধন রচনা করতে বদ্ধ পরিকর
Main stream famous singer Shelly Wade singing in the Human Support Corp's Fastivals.
Human Support Corporation arranged a Free Flu Shot program in the Borough of Bronx on October 27th, 2018.
Human Support Corporation arranged a Free Flu Vaccination program in the Borough of Queens on November 18th, 2018.
Free Flu Shot Hosted by Human Support Corporation 2024